শার্শা থেকে প্রকাশিত সারসা বার্তার সম্পাদক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার বিকালে বেনাপোল পৌর ফুটবল মাঠের বিপরিতে পৌঁছালে এ ঘটনাটি ঘটে।
উল্লেখ থাকে যে, গতকাল সোমবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেলে বেনাপোল বলফিল্ডএর পশ্চিম বরাবর গেলে যশোর থেকে বেনাপোলে আশা যাত্রীবাহী বাস ডান পাশ দিয়ে দ্রুত যেয়ে সামনে চাপিয়ে দেয় এবং ধাক্কা দিলে রাস্তার বাম পার্শে ছিটকে পড়ে যান। এঘটনার পরপরই আশ-পাশের লোকজন তড়িত গতে এসে ধরাধরি তোলেন।
প্রকাশ থকে যে সম্পাদক আব্দুস সালাম গফফার তাঁর পেশাদারি কাজে বেনাপোলের উক্তস্থানে পৌঁছলে ওই বাসটি ডান সাইড দিয়ে এগিয়ে গিয়েই বামে চাপিয়ে দিলে দুর্ঘটনায় পড়েন। তাঁর ডান পায়ের হাঁটুতে প্রচন্ড আঘাত পান। হাটু কেটে ছিড়ে যায়। ডান হাতের কব্জিতে মারাত্মক আঘাত লাগে এবং কেটে যায়। হাটু এবং হাতে রক্তক্ষরণ হয়।
তাঁকে ঘটনা স্থলে প্রাথমিক ট্রিটমেন্ট দেন স্থানীয় গ্যারেজ মালিক জনৈক সেবী যুবক বৃন্দ। ঘটনার সংবাদ শোনামাত্রই সাংবাদিক ডাঃ শেখ সেলিম ও সাংবাদিক গাজি আনোয়ার ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাসের চালককে নিন্দা জানান। আশ পাশের দোকান পাটের মালিক এবং উপস্থিত মানুষ জন বলতে থাকেন ” গাড়ী যে চালাচ্ছিল সে ড্রাইভার নয়; সম্ভত হেলপার কিংবা সুপারভাইজার”।
আপনার মতামত লিখুন :