‘সারসা বার্তা’ সম্পাদক-এর বড় বোনের ইন্তেকাল


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ণ /
‘সারসা বার্তা’ সম্পাদক-এর বড় বোনের ইন্তেকাল

শোক সংবাদ! 

সাবা ডেস্কঃ সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফার এর বড় বোন, বিএনপি নেতা খায়রুজ্জামান মধুর ছোট মা’ এবং সারসা বার্তার সহঃ সম্পাদক সাজেদুর রহমান সবুজের মাতা জাহানারা বেগম (৯৪) বার্ধক্য জনিত কারণে আজ সকালে শার্শা (দফাদার পাড়া)’র নিজ ভবনে ইনতেকাল করেছেন। 

ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৫ পুত্র ও ৪ কন্যা সন্তানের জননী। তাঁর মৃত্যুতে সারসা বার্তা পরিবারের পক্ষ্য থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।