প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ৪:৫২ অপরাহ্ণ
সারাদেশে চলছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এর কর্ম বিরতি, চলছে বেনাপোলেও
আজিজুর রহমানঃ জাতীয় রাজস্ববোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বেনাপোল স্থল বন্দরে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি।
মঙ্গলবার (৭ জুন) সকাল ৯ টা থেকে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সিএন্ডএফ এজেন্টবৃন্দের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ কর্ম বিরতি পালিত হচ্ছে।
এ কর্ম বিরতি চলছে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, সোনামসজিদ, ভোমরা, বাংলাহিলি, বিলোনিয়া, আখাউড়া, টেকনাফ ও বুড়িমারি সহ সকল বন্দরে।
এসময় বক্তারা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে একযোগে এ কর্ম বিরতি চলছে। আর আমরা আমাদের কাজ করবো না, আমরা সকল কার্যক্রম বন্ধ রেখেছি।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved