

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা।
সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “বিগত অর্থবছরে সরকার প্রায় ৪ কোটি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের অনাথ, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষকে সহায়তা করা সরকারের নৈতিক দায়িত্ব। সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের সহায়তা করবে, তবে কোনো সমকামীকে সহায়তা করবে না।”
আজ বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত হবে) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে রয়েছে। দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য সরকার প্রতিবছর ২৪ কোটি টাকা সহায়তা প্রদান করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে প্রায় ১৩ হাজার শিশু এবং ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।”
অসহায় মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রামে অনেক সচ্ছল ও প্রভাবশালী মানুষ আছেন। কোনো অসহায় মানুষকে একবেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না। তাই সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
ইউরোপের উদাহন তুলে ধরে তিনি বলেন, “সেখানে সকালের নাশতায় কেউ তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়
-যাতে কোনো অসহায় মানুষ চাইলে সেটি নিতে পারে। আমাদেরও এই মানবিক শিক্ষা গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপপরিচালক ফাহমিদা বেগম, বিভাগীয় উপপরিচালক হাফেজ মো. আমানুল্লাহ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :