পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নতুন প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৭ মার্চ) ডিআইজি গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়। ফলে নতুন প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন সিআইডির কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
সিআইডির নতুন নেতৃত্বে দায়িত্বশীল ও কার্যকর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। অপরাধ তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে সিআইডির ভূমিকা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।