সিন্ধু পানিবণ্টন চুক্তি নালিশের আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ /
সিন্ধু পানিবণ্টন চুক্তি নালিশের আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান

সিন্ধু নদ – ছবি সংগৃহীত

সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত। সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত (পিসিএ)। আদালত জানিয়েছে, পশ্চিমাঞ্চলের তিন নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানি পাকিস্তানকে বাধাহীনভাবে ব্যবহারের জন্য ভারতকে অবশ্যই প্রবাহিত হতে দিতে হবে। ৮ আগস্ট এই ঘোষণা দিয়েছে পিসিএ।

আদালত আরো বলেছে, চুক্তির মূল নথির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাও, যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ বা এ জাতীয় স্থাপনা, সিন্ধু নদ কিংবা সিন্ধুর সাথে ম্পর্কিত কোনো নদ-নদীতে স্থাপন করা যাবে না।

সোমবার (১১ আগস্ট) পাকিস্তান স্থায়ী সালিশি আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিন্ধু পানিবণ্টন চুক্তির বিষয়ে সালিশ আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায়।’

গত এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বণ্টনচুক্তি স্থগিত করে। পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, একতরফাভাবে চুক্তি স্থগিত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে বিবেচিত হবে।

সম্প্রতি এই রায়ের আগে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরকালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামাবাদ কখনোই ভারতকে সিন্ধু নদকে বাধাগ্রস্ত করার সুযোগ দেবে না এবং যেকোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে।

আসিম মুনিরের মন্তব্যের পর সোমবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একে পাকিস্তানের পারমাণবিক আস্ফালন বলে অভিহিত করে জানায়, তারা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি