সিরিয়ায় সহিংসতায় মৃতের সংখ্যা দাড়ালো ৭১৮ জন


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ /
সিরিয়ায় সহিংসতায় মৃতের সংখ্যা দাড়ালো ৭১৮ জন

সংগৃহীত ছবি

সিরিয়ার সুওয়াইদা প্রদেশে চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৭১৮ জনে দাঁড়িয়েছে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এই তথ্য জানিয়েছে। দ্রুজ সংখ্যালঘুদের কেন্দ্রস্থলে প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের নতুন তথ্য এটি।

এসওএইচআর জানিয়েছে, গত রবিবার (১৩ জুলাই) থেকে নিহতদের মধ্যে ১৪৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৪৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এর মধ্যে ১৬৫ জন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা সরাসরি হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ব্রিটেনভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থাটি আরও জানায়, এই সহিংসতায় ২৮৭ জন সরকারি সেনা ও ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও দ্রুজ যোদ্ধাদের হাতে তিনজন বেদুইন নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ জন সরকারি সেনার মৃত্যু হ য়েছে বলে জানিয়েছেএসওএইচআর।