সীমান্তে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক


Shohel Rana প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ /
সীমান্তে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সীমান্ত প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে থেকে অস্ত্র -গুলিসহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাত ১২টায় সীমান্তবর্তী পুটখালি উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে হয়। আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি সূত্রে জানায়, পুটখালী বিওপির একটি টহলদল পুটখালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার আটকের বিযয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।