সীমান্তে বিজিবি’র অব্যাহত অভিযানে ফেন্সিডিলসহ ভারতীয় পণ্য আটক


Al Amin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ /
সীমান্তে বিজিবি’র অব্যাহত অভিযানে ফেন্সিডিলসহ ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযানে ভারতীয় ফেন্সিডিল, কম্বল, শাড়ী, থ্রিপিছ, চাদর, মোবাইল, তৈরী পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র কার্যক্রম জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি, এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় (ষোল লক্ষ ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, কম্বল, শাড়ী, থ্রিপিছ, চাদর, মোবাইল, তৈরী পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারাবারী কতৃক রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন-যুব সমাজকে মাদকের নির্মম ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।