নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, থ্রিপিছ, চাদর, কেমিক্যাল, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে দালালসহ ০১জন বাংলাদেশী নাগরিক আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি'র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২জন আসামীসহ (তের লক্ষ উনসত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, থ্রিপিছ, চাদর, কেমিক্যাল, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে মাসিলা বিওপি'র সদস্যরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দালালসহ ০১জন বাংলাদেশী নাগরিক আটক করে।
অনুপ্রবেশকারী ও দালালকে আটক করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।