নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি শান্তি-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি'র সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কোলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়।
সভায় বিজিবি'র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি এর নেতৃত্বে ২২ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের ব্যাটালিয়নসমূহের অধিনায়কবৃন্দসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১৬ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
সীমান্তে যেকোনো ধরনের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।
ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধে আরও বেশি তৎপর ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফকে জোরালোভাবে আহ্বান জানানো হয়।
অবৈধভাবে সীমান্ত পারাপার বা অতিক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করে।
সীমান্ত দিয়ে উভয় দেশের মধ্যে বিভিন্ন পণ্যের চোরাচালান রোধ বিশেষ করে স্বর্ণ চোরাচালান রোধে বিশদ আলোচনা হয় এবং চোরাচালান বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষ সম্মত হয়।
উভয়পক্ষই 'বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫' এবং 'সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (Coordinated Border Management Plan-CBMP)' এর আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হয়।
এছাড়াও, সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। সভায় দু'দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিকেল চার টায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা শেষ হয়।