বিমানবন্দরে সৃজণী চেয়ারম্যান হারুন গুলিসহ আটক ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা সৃজণী বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান ড. হারুন অর রশিদ গুলিসহ ঢাকা বিমানবন্দরে আটক হয়েছেন।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি নাইন এমএম পিস্তলের গুলি। এগুলো অবৈধ বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। একদিনের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা শাহ জালাল বিমানবন্দর থানার ওসি (তদন্ত) আসলাম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে থেকে সৃজনীর চেয়ারম্যান হারুন-অর রশিদ নভো এয়ারের একটি বিমানে ঢাকা থেকে যশোরে আসার জন্য ইমিগ্রেশন অতিক্রম করছিলেন।
এ সময় তার কাছে বৈধ পিস্তলের সঙ্গে ছয়টি বৈধ গুলি ও তিনটি অবৈধ গুলি পাওয়া যায়। অবৈধ গুলি রাখার দায়ে শাহ জালাল বিমান বন্দর থানা পুলিশ তাকে আটক করে।
ওই দিনই তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে থানা পুলিশ। আটকের পর আদালতের মাধ্যমে একদিন রিমান্ড শেষে শনিবার দুপুরে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।