গ্লোবাল স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজনে আসন্ন ‘টম্ব রাইডার’ টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোফি টার্নার। জানা যায়, চুক্তির কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, তবে দ্রুতই তা সম্পন্ন হবে। হলিউডের এই সিরিজটি ২০২৩ সালের শুরুর দিকে অ্যামাজনে গ্রিনলাইট পেয়েছিল।
ভ্যারাইটির তথ্য মতে, প্রজেক্টিতে লেখক হিসেবে কাজ করবেন ফোবি ওয়ালার এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ব্রিজ। এ বিষয়ে সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারি মাসে সিরিজটি ডেভেলপমেন্টে থাকার খবর পাওয়া গিয়েছিল।
এ প্রসঙ্গে জানা গেছে, টার্নার আসন্ন ‘টম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে পূর্বে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডার। এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি। তবে এটি সিনেমা রূপে নয়, আসছে সিরিজ আকারে।
টার্নার ‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি পান, যেখানে তিনি পুরো আটটি মৌসুমে অভিনয় করেছেন। এমনকি ২০১৯ সালে তিনি সিরিজটির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তিনি ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’ ও ‘এক্স-ম্যান: ডার্ক ফিনিক্স’ সিনেমাগুলোতেও জিন গ্রে চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
‘টম্ব রাইডার’ সিরিজটি ক্রিস্টাল ডাইনামিকস, অ্যামাজন এমজি এম স্টুডিওস ও লিজেন্ডারি টেলিভিশনের অধীনে তৈরি হচ্ছে। এ সিরিজে কনসালট্যান্ট এক্সিকিউটিভ প্রডিউসারদের মধ্যে রয়েছেন ওয়েলসস্ট্রিট প্রোডাকশন থেকে ফোবি ওয়ালার-ব্রিজ ও জেনি রবিন্স, ডিজে২ এন্টারটেইনমেন্ট থেকে ডিমিত্রি এম. জনসন ও মাইকেল শেল, স্টার পার্টি থেকে থাকছেন অ্যামান্ডা গ্রিনব্ল্যাট ও রায়ান অ্যান্ডোলিনা।
আসন্ন এই সিরিজটি প্রযোজনা করবেন ক্রিস্টাল ডাইনামিক ও এমজি এম স্টুডিও। তবে সিরিজটি কে পরিচালনা করছেন এবং সোফি ছাড়া আর কে কে অভিনয় করছেন, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা এখনও পাওয়া যায়নি।