‘স্তনদুগ্ধ’ দান করে ‘গিনেস রেকর্ড’ মার্কিন নারীর


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ /
‘স্তনদুগ্ধ’ দান করে ‘গিনেস রেকর্ড’ মার্কিন নারীর

‘ব্রেস্টমিল্ক’-প্রতিটি মায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ‘ব্রেস্টমিল্ক’ ব্যবহার করতে হয়। অর্থাৎ সন্তান জন্মের সদ্য সদ্য সন্তানকে শুধুই নিজের বুকের দুধ সেবন করাতে হয়। সেটাই তখন বাচ্চার পুষ্টিকর খাবার। আবার অনেকে ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সন্তান জন্মের প্রথমেই সন্তানকে বাইরের দুধ খাওয়ান। এছাড়া অনেক বাচ্চা জন্মের পর থেকেই অনাথ অভাগা জীবনযাপন করে, রাস্তায় রাস্তায় মানুষ হয়, হয়তো তাদের মায়ের মৃত্যু হয়েছে। বা মায়ের পুষ্টি না হওয়ার কারণে বুকে দুধ হয়না। অর্থাৎ গরীব শিশু প্রচুর আছে।

এবার নিজের এলাকায় গরীব বাচ্চাদের কথা ভেবে দুর্দান্ত একটি সিদ্ধান্ত নিলেন এক মার্কিন মহিলা। নিজের বুকের প্রায় ২,৬০০ লিটারেরও বেশি দুধ দান করে ‘গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ডে’ নাম তুললেন মহিলা। যদিও স্তনদুগ্ধ দানের জন্য নিজের রেকর্ডই ভেঙে দিয়েছেন টেক্সাসের বাসিন্দা অ্যালিসা ওগলেট্রি। অভাবী শিশুদের মুখে দুধ তুলে দেয়ার জন্য আশ্চর্যজনকভাবে ২,৬৪৫.৩৮ লিটার স্তনদুগ্ধ দান করলেন তিনি।

একটি প্রতিবেদন অনুযায়ী, ওগলেট্রি, (৩৬), এর আগে ২০১৪ সালে ১,৫৬৯.৩৯ লিটার স্তনদুগ্ধ দান করে প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। এবার নিজের কৃতিত্বকেই ছাড়িয়ে গেলেন মহিলা। তার অবিশ্বাস্য অবদানের জন্য সম্মানিত সংস্থার কাছ থেকে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। উত্তর টেক্সাসের মিল্ক ব্যাঙ্কের মতে, এক লিটার বুকের দুধ ১১ টি অকাল শিশুকে টিকিয়ে রাখতে পারে। যদি এমনটা ধরা হয়, তাহলে এই গণনার উপর ভিত্তি করে, তিনি ৩৫০,০০০ শিশুকে স্তনদুগ্ধ দান করে সাহায্য করেছেন।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার একটি বড় হৃদয় আছে, কিন্তু দিনের শেষে, আমি অর্থ দিয়ে তৈরি নই। আমি ভাল কাজের জন্য বারবার টাকা দিতে পারি না। কারণ আমার একটি পরিবার আছে। কিন্তু দুধ দান করা হল একটি উপায় যা আমি ফেরত দিতে পারি। যদি প্রতি আউন্স তিনটি সঠিক হয়, আমি ৩৫০,০০০ শিশুকে সাহায্য করেছি। এই রেকর্ডটি মাত্র ৮৯,০০০ আউন্সের জন্য, তবে আমি প্রায় ৩৭,০০০ টিনি ট্রেজারে করেছি।’

ওগলেট্রি ২০১০ সালে মায়ের বুকের দুধ দান করা শুরু করেছিলেন যখন তিনি তার ছেলে কাইলকে জন্ম দিয়েছিলেন, এখন সে ১৪ বছর বয়সী। সন্তান জন্মের পরেই একজন নার্স বাচ্চাদের খাওয়ানোর জন্য তাকে সংগ্রামরত মায়েদের সাহায্য করতে পরামর্শ দিয়েছিলেন। কাইলের পরে, তিনি তার দুই ছোট ছেলে কেজ (১২) এবং কোরি (৭) এর জন্মের পর আরও দুধ দান করেছিলেন।