স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না বলে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ রোববার রাতে প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবেনা বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেছিলেন, এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না।
সেই সময় স্বরাষ্ট্রসচিব বলেন, “রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬শে মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই, আমরা এখন একটা ওয়ার মুডে আছি।”
স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, ‘আমি কোনো ঝুঁকি দেখছি না।’
আপনার মতামত লিখুন :