ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সমর্থন দিয়ে ‘দৃশ্যমান শিল্পী সমাজে’র ব্যানারে টেলিভিশনের সচেতন ও বিবেকবান নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা রাস্তায় নেমেছিলেন। এবার তারা দেশের সর্বস্তরের প্রতিবাদী শিল্পী সমাজকে এক করে আগামীকাল বিকাল ৩টায় শহীদ মিনারে একটি শিল্পী সম্মিলন করতে যাচ্ছে। এর শিরোনাম দেয়া হয়েছে ‘৩৬ জুলাই’।
দৃশ্যমান শিল্পী সমাজের এক বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার পতন হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকলকে অভিনন্দন। সময়টা রাষ্ট্র পুনর্গঠনের। আন্দোলনে আমরা ছাত্রদের ওপর যেমন ভরসা রেখেছি, ঠিক তেমনি রাষ্ট্র পুনর্গঠনে তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ দেখতে চাই।