হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকবঃ হাসনাত আব্দুল্লাহ


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ /
হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকবঃ হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিক রহমান খান নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট শেয়ার করে এ কথা লেখেন হাসনাত। এর আগে এদিন ফেসবুকে ‘ব্যান আওয়ামী লীগ’ লিখে পোস্ট করেন হাসনাত।

বুধবার পৌনে চারটায় হাসনাত আব্দুল্লাহ আরেক পোস্টে লেখেন, আয়নাঘর, হাসিনার হত্যা, পালটা বিপ্লবে আমার ভাই শহিদ কাশেমের মৃত্যু হয়েছে। অনেক হয়েছে আর না। এখন আর কোনো পিছুটান নেই। আ’লীগকে নিষিদ্ধ করতে হবে।