হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে


Sarsa Barta প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ /
হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়। বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্টের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।’

উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকারের আমলে জুলাই-আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।