হাসনাত আব্দুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল


Shohel Rana প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ৬:০১ পূর্বাহ্ণ /
হাসনাত আব্দুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

সোহেল রানাঃ গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি নেতারা। রোববার রাত সাড়ে ৮টার সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর নেক্কার জনক হামলার প্রতিবাদে শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উদ্যোগে নাভারন সাতক্ষীরা মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।

এসম উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম-আহ্বায়ক রাসেল মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির শার্শা উপজেলা প্রতিনিধি মুরাদউদ্দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শার্শা উপজেলা নেতা হাফেজ মাওলানা মোস্তফা কামাল, সুজন হোসেন, নাহিদ আখতার, তাজমুল হোসেন, মেহেদী হাসান, শাকিল হোসেন, বিল্লাল হোসেন, আলী হোসেন, তাজমুল হোসেন, শাওন হোসেন, মুজাহিদ ও শফিউর রহমানসহ অনেকে।

এ সময় হামলাকারী সন্ত্রাসীদেরকে আগামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করে করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, সেই সাথে ভবিষ্যতে বিপ্লবের পক্ষে শক্তির উপর যেন সন্ত্রাসীরা হামলা চালাতে সাহস না পায় তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও প্রশাসনসহ সকল বিপ্লবী পক্ষের শক্তিকে এক হয়ে সন্ত্রাসীদের রুখে দেবার আহবান জানানো হয়।