কায়বা(শার্শা) প্রতিনিধি: বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী দাসপাড়া দুর্গা পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম এর ছেলে রেজাউল ইসলাম (লাল্টু) ও নাতি ছেলে বেসরকারি বিমান পরিষেবা প্রতিষ্ঠান ইউএস বাংলা মালদ্বীপ শাখার প্রধান কর্মকর্তা জাহিদুল ইসলাম রনির পক্ষ থেকে পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম,মশিউর রহমান, কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কায়বা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, বাগুড়ী বাজার কমিটির সভাপতি মাহমুদ সরদার,সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না, স্বেচ্ছাসেবক নেতা আশিকুজ্জামান আশিক, যুব নেতা হাসানুজ্জামান হাসান, আনিসুর রহমান মন্টু, সাংবাদিক ইমরান হোসেন হৃদয়সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।