হুঙ্কার দিয়েই গায়েব মোদি! মিম নিয়ে কংগ্রেস-বিজেপি মুখোমুখি’


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ /
হুঙ্কার দিয়েই গায়েব মোদি! মিম নিয়ে কংগ্রেস-বিজেপি মুখোমুখি’

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ‘মুসলিম লীগ ২.০’-তে পরিণত হয়েছে এবং সংখ্যালঘু ভোটব্যাংককে খুশি করার চেষ্টা করছে।

গতকাল কংগ্রেস এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে। ছবিতে একটি পোশাকে শরীরের রূপরেখা ছিল, কিন্তু এটি ছিল মাথাহীন। আর ছবির ওপরে লেখা ছিল ‘গায়েব’ (নিখোঁজ)। এটাকে একধরনের মিম বলা যায়, যদিও সেখানে মোদির নাম উল্লেখ করা হয়নি, তবে ছবির আদল ও ক্যাপশন দেখে বোঝা যায়, মোদিকেই ইঙ্গিত করা হয়েছে। এ ছাড়া ক্যাপশনে লেখা ছিল ‘দায়িত্বের সময় অদৃশ্য হয়ে যান’, যা মূলত প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে বলা।

পেহেলগাম হামলার পরে থেকেই বিরোধী দলগুলো ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে আসছে। বিশেষ করে, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কংগ্রেস বারবার প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের এই মিম ভারতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কংগ্রেসের ওই পোস্টের পর আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিজেপি তাদের এক্স হ্যান্ডলে বলেছে, কংগ্রেস ‘সার তান সে জুদা’র (দেহ থেকে মাথা আলাদা) চরমপন্থী স্লোগান প্রচারের জন্য মাথাহীন একটি কুর্তার ছবি দিয়েছে। এর মাধ্যমে তারা মুসলিম লীগ ২.০-এর প্রতি সমর্থন দেখিয়েছে—যা তাদের বিভাজনমূলক, বেপরোয়া ও লক্ষ্যহীন রাজনীতির বহিঃপ্রকাশ।

তবে বিজেপির সমালোচনার আরও একটি কারণ আছে। সেটি হলো, পাকিস্তানের সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী কংগ্রেসের সেই পোস্ট রিশেয়ার করেছেন এবং ক্যাপশনে মোদিকে নিয়ে ব্যঙ্গ করেছেন। বিজেপি বলছে, মোদি পাকিস্তানকে সেই ভাষাতেই জবাব দিয়েছেন, যা পাকিস্তান বোঝে। কিন্তু কংগ্রেসের ওই পোস্টের পর ইসলামাবাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলগুলো সেই ছবি রিশেয়ার করছে, যা তাদের জিহাদি মতাদর্শকেই প্রকাশ করে।

বিজেপির পোস্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান এবং @INCIndia (ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস)-এর সহযাত্রীরা যতই হুমকি দিক না কেন, নতুন ভারত নত হবে না, ভাঙবে না। সন্ত্রাসকে বুলেটের মাধ্যমে মোকাবিলা করা হবে, বিরিয়ানি দিয়ে নয়।’পাকিস্তানের সাবেক মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরী কংগ্রেসের পোস্টটি রিশেয়ার করে উর্দুতে লিখেছেন, ‘ওহ্! গাধার মাথা থেকে শিং গায়েব হওয়ার গল্প শুনেছিলাম, এখানে দেখি মোদি সাহেব গায়েব হয়ে গেছেন (#NaughtyCongress)।’ সাবেক এই মন্ত্রী তাঁর পোস্টে #NaughtyCongress হ্যাশট্যাগও যুক্ত করেন।

কাশ্মীরে হামলা: ভারতের বয়ানে সন্দেহ পাকিস্তানের, উসকানির অভিযোগ ভারতেরকাশ্মীরে হামলা: ভারতের বয়ানে সন্দেহ পাকিস্তানের, উসকানির অভিযোগ ভারতের
বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্য এক্সে কংগ্রেসের তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘সার তন সে জুদা’ (দেহ থেকে মাথা আলাদা) করার ছবি ব্যবহার করে কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে। এটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি তাদের মুসলিম ভোটব্যাংককে খুশি করার চেষ্টা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অংশ।’

মালব্য আরও বলেন, ‘যদি কারও মাথা কাটা হয়ে থাকে, তবে তা কংগ্রেসের। তারা এখন মাথাহীন হাইড্রার মতো অবস্থায় এসে পৌঁছেছে।’

ভারতীয় হামলা আসন্ন, আমাদের সেনাবাহিনী সুসজ্জিত রয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীভারতীয় হামলা আসন্ন, আমাদের সেনাবাহিনী সুসজ্জিত রয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামের বাইসারান তৃণভূমিতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা। ভারতের দাবি, দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এই টিআরএফ আবার পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার ছায়া সংগঠন। তাই ভারতের সন্দেহ এই হামলার পেছনে পাকিস্তানের সীমান্ত-সংশ্লিষ্টতা আছে।

কাশ্মীরে হামলা: আরেকটি ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্নকাশ্মীরে হামলা: আরেকটি ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন
হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে, ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে, আটারি-ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলাকারীদের ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত’ ধাওয়া করে ‘কল্পনাতীত শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।