জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকালে হেলিকপ্টার থেকে নিরীহ মানুষের ওপর গুলি ছোড়ার কারিগর র্যাবের তৎকালিন মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে এ পরোয়ানা জারি করেন।
গ্রেফতার আবেদেনর শুনানিতে প্রসিকিউশন বলেন, জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র্যাব প্রধান হারুন। এর প্রমাণ তদন্ত সংস্থার হাতে রয়েছে। র্যাবের তৎকালিন ডিজি হারুন অর রশীদ পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। ছাত্র-জনতার ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন।
র্যাবকে ব্যবহার করে তিনি এত ধরনের অপরাধ করেছিলেন, যার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পাচ্ছে। সেই প্রমাণের ভিত্তিতে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য প্রসিকিউশনের কাছে আবেদন করে। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পিটিশন দিয়েছি। আদালত তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।
আগামি ২৩ মার্চ আদালত মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এর আগে যখনই হারুনকে গ্রেফতার করামাত্র তাকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়? চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তদন্ত সংস্থা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেফতার হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়েছে। আগামি ২৮ জানুয়ারি মুকুলকে এবং ৩০ জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদ করা হবে।
আপনার মতামত লিখুন :