১০ অক্টোবর কবি রকি মাহমুদের জন্মদিন


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ /
১০ অক্টোবর কবি রকি মাহমুদের জন্মদিন

১০ই অক্টোবর কবি রকি মাহমুদের জন্মদিন। যশোর জেলার বেনাপোল স্থলবন্দরের উপকণ্ঠে বোয়ালিয়া গ্রামে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত মহাতাব উদ্দিন এবং মাতার নাম মৃত মোমেনা বেগম। তিন দশকের বেশি সময় ধরে তিনি লিখেছেন অসংখ্য কবিতা, ছোট গল্প এবং প্রবন্ধ।

রকি মাহমুদের দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে (১) কবিতা এই সময় ২০২২ (২) কবিতা সমাহার ২০২৩ এবং প্রকাশের অপেক্ষায় আছে (১)দিয়েছো দ্রোহ তবু তুমিই সর্বত্র (কবিতা) (২)বিবিধ প্রবন্ধ (প্রবন্ধ) শিরোনামে দুটি গ্রন্থ। লেখালেখিতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন পুরস্কার ও সম্মাননা। তন্মধ্যে (১) চিরকুট সাহিত্য পদক পুরস্কার ২০১৮, (২)কাদামাটি সাহিত্য পুরস্কার ২০১৯, (৩)যুগ সাগ্নিক যশোর সাহিত্য উৎসব সম্মাননা ২০১৯, (৪)কবি আজিজুল হক কবিতা উৎসব সম্মাননা ২০২২ (৫) পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব সম্মাননা ২০২৩ (৬) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতিক উৎসব সম্মাননা ২০২৩ (৭) আন্তর্জাতিক সাহিত্য ভূবন কর্তৃক কবি সম্মেলন ও গুণিজন সম্মাননা ২০২৫ (৮)South Asian Star Award 2025 (৯)ফাতেমা আর্ট এ্যান্ড কালচার রিসার্চ সেন্টার এর রজতজয়ন্তী উৎসব ও বিশেষ অতিথি সম্মাননা স্মারক ২০২৫ অন্যতম।

এছাড়াও তিনি বেনাপোল সাহিত্য পরিষদের সভাপতি, সারসা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, কৃষ্টিবন্ধন শার্শা শাখার সহ: সাধারণ সম্পাদক এবং পথিক সাহিত্য পরিষদ, যশোর এর কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করছেন।