১০ দলীয় নির্বাচনী ঐক্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাছুমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, খেলাফত মজলিস, এবি পার্টি ও এলডিপির লিয়াজোঁ কমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ঢাকা মহানগরীর নেতারা।
সভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নির্বাচন পরিচালনা, প্রচারণা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।