২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ৯৯ লাখ ডলার


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ /
২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ৯৯ লাখ ডলার

২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার – ছবি : সংগৃহীত

চলতি মাসের ২২ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ ডলার বা ২৩ হাজার ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ডলার রেমিট্যান্স।

প্রতিবেদনে আরো বলা হয়, ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার, ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স, ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রির ১৫ তা‌রিখ পর্যন্ত দেশে এক হাজার ৭৮৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।