২ বছর ধরে ইসরাইলে হামলা চালানোর সক্ষমতা আছে ইরানেরঃ আইআরজিসি


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ /
২ বছর ধরে ইসরাইলে হামলা চালানোর সক্ষমতা আছে ইরানেরঃ আইআরজিসি

ইরান-ইসরাইল সংঘাতের সময় ইসরাইলের বিরশেবা শহরে ক্ষতিগ্রস্ত ভবন-সংগৃহীত

আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, ’ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে যদি আমাদের পূর্ণাঙ্গ যুদ্ধও হয়, আমরা দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়লেও আমাদের ক্ষেপনাস্ত্র সরবরাহ শেষ হবে না।’ ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন উপদেষ্টা সোমবার বলেছেন, ইরানের এখনো দুই বছর ধরে প্রতিদিন ইসরাইলে হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে।

আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি আধা-সরকারি মেহর নিউজ অ্যাজেন্সিকে বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত প্রস্তুতির অবস্থানে রয়েছে। বর্তমানে আমাদের যে ওয়্যারহাউস, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা রয়েছে, সেগুলোর অধিকাংশ আমরা এখনো প্রকাশ করিনি।’

তিনি বলেন, ’ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে যদি আমাদের পূর্ণাঙ্গ যুদ্ধও হয়, আমরা দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়লেও আমাদের ক্ষেপনাস্ত্র সরবরাহ শেষ হবে না।’

এদিকে, সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভিও একই রকম বিবৃতি দিয়েছেন।

তিনি মেহর নিউজ অ্যাজেন্সিকে জানিয়েছেন, ‘ইহুদিবাদীরা জানে যে আমাদের কিছু বাহিনী- যেমন নৌবাহিনী ও কুদস বাহিনী, এখনো যুদ্ধে প্রবেশ করেনি। এমনকি সেনাবাহিনীও মাঠে নামেনি। আমরা এখন পর্যন্ত কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে।’

গত ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে ইসরাইল আকস্মিক বিমান হামলা শুরু করলে দেশটির সাথে ইরানের সংঘর্ষ শুরু হয়। এতে ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহতিএবং পাঁচ হাজার ৩৩২ জন আহত হন। ইসরাইলে কমপক্ষে ২৯ জন নিহত এবং তিন হাজার ৪০০ জনেরও বেশি আহত হন। পরে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘাতের অবসান ঘটে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি