‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না’-শওকত হোসেন


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ /
‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না’-শওকত হোসেন

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম হবে না। 

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতা সবাই মিলে আমরা দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছি। আমি বিশ্বাস করি ৩১ দফা বাস্তবায়ন হলে এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ জন্ম হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সাবেক আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।