‘৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনা চলমান’-প্রেস উইং মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ /
‘৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনা চলমান’-প্রেস উইং মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সংগৃহীত

  • এর আগে, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩৬ মিনিটে শুল্ক আরোপের বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়ে একটি চিঠি দেন।

যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া বাংলাদেশী পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্কের হার এখনই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা। মঙ্গলবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

বার্তায় তিনি বলেছেন, ‘৩৫ শতাংশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। আলোচনা চলমান। ৯ জুলাই পরবর্তী আলোচনার তারিখ। ভালো কিছুর জন‍্যে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি।’

এর আগে, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩৬ মিনিটে শুল্ক আরোপের বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়ে একটি চিঠি দেন।

চিঠিতে ট্রাম্প বলেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশী সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয়, তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানে এই শুল্ক প্রযোজ্য হবে।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি মেটাতে বিভিন্ন দেশের সাথে পাল্টা শুল্ক আরোপ অথবা চুক্তির পথ বেছে নিয়েছে। কয়েকটি দেশের সাথে চুক্তিতেও পৌঁছেছে যুক্তরাষ্ট্র। শুল্ক ইস্যুতে আলোচনা চালাচ্ছে বাংলাদেশও। বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন এই বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে অবস্থান করছে।