৪৯ বিজিবি’র পৃথক অভিযানে বিদেশী মদ ফেন্সিডিলসহ আটক ১


Al Amin প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ /
৪৯ বিজিবি’র পৃথক অভিযানে বিদেশী মদ ফেন্সিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিছ, কম্বল, কসমেটিক্স সামগ্রী এবং মটর সাইকেল আটক করেছেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেনাপোল আইসিপি, হিজলী বিওপি এবং মাসিলা বিওপির এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ (এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশত)টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রি পিচ, কম্বল, কসমেটিক্স সামগ্রী এবং মটর সাইকেল আটক করে।
আটককৃত আসামি ওলিয়ার রহমান (৪১) যশোরের চৌগাছা উপজেলার দিঘল সিংদাহ গ্রামের মৃত ডঃ আলতাফ হোসেনের ছেলে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন  ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটক মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।