৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল পৌর  বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ণ /
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল পৌর  বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমানঃ ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের, বেনাপোল পৌরসভার  বিজয় র‍্যালি ও পথসভা করেছে, বিএনপি ও অঙ্গ সংগঠন,  মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বেনাপোল বলফিল্ড থেকে, বেনাপোল চেকপোস্ট  এবং নূর শপিং এর সামনে এসে র‍্যালিটি শেষ হয়  পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

র‍্যালিতে নেতৃত্ব দেয়, বেনাপোল পৌর বিএনপির সভাপতি, নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক, আবু তাহের ভারত,  র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন , “ছাত্র-জনতা তাদের তাজা রক্ত দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বিজয় এনেছে। এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে প্রতিটি প্রজন্মের কাছে।”
বেনাপোল পৌর ছাত্রদলের, আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “৫ আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতিও রইল আমাদের সহমর্মিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিমউদ্দিন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন,  সহ সাধারণ সম্পাদক, মেহেরুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি,  জসীম উদ্দীন,  সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর  রহমান বাবু ও সদস্য সচিব, রাহানুজ্জামান দীপু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, ও সদস্য সচিব ওমর ফারুক ও যুগ আহবায়ক জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক, আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব ইশতিয়ার আহমেদ শাওন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ তুহিন হোসেন,   বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।