পাঁচ বছর প্রেমের পর প্রেমিকা প্রেমিকের বাড়িতে এসে জানতে পারলেন প্রেমিক হিন্দু। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী নেতরার বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকা প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার থেকে অনশন করছেন।
জানা গেছে, দক্ষিণ বাহাগিলী নেতরার বাজারের সুবল চন্দ্রের ছেলে লিটন চন্দ্র ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ সুবাদে পরিচয় হয় একই কারখানার নারী শ্রমিক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গাজিপুর গ্রামের হিকমত আলীর মেয়ে মেঘলার (ছদ্মনাম) সাথে। পরিচয়ের একপর্যায়ে গড়ে ওঠে গভীর সম্পর্ক। প্রেমিক লিটনের নানা রকম প্রতারণার ফাঁদে পড়েন তিনি। বিয়ের প্রলোভনে মেয়েটির সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক করেন লিটন।
সম্প্রতি বাবা মারা যাওয়ার কথা বলে লিটন বাড়িতে যান এবং প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। পরে প্রেমিকা ছুটে যান সাড়ে তিন শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রেমিক লিটনের বাড়িতে। গত বৃহস্পতিবার প্রেমিকা মেঘলা প্রেমিকের বাড়িতে এলে লিটন পালিয়ে যান। প্রেমিক লিটন ও তার পরিবার পালিয়ে গেলেও প্রেমিকা মেঘলা লিটনের বাড়িতে বৃহস্পতিবার থেকে অনশন করছেন।
প্রেমিকা মেঘলা জানান, ‘লিটন বিয়ের প্রলোভনে তার পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক করেছেন। আমি তার বিচারের দাবিতে তার বাড়িতে অনশন করছি। আমার উপস্থিতি টের পেয়ে লিটনসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন।’
এলাকাবাসী জানান, ‘মেয়ে মুসলিম ধর্মের হওয়ায় ছেলেসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন। মেয়েটি বৃহস্পতিবার থেকে প্রেমিক লিটনের বাড়িতে অবস্থান নিয়েছেন।’
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’
আপনার মতামত লিখুন :