৮ ই ডিসেম্বর'২৫ কমরেড আব্দুর রশীদের ৮ম মৃত্যু বাষিকী।
কমরেড এম, এ, রশীদ-এর জন্ম ও কমজীবন : ১৯৪৩ সালের ৮ ই মাচ অবিভক্ত বাংলায় যশোরের শার্শার কন্দর্পপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। এম এ রশিদ ১৯৫৯ সালে বুরুজবাগান হাইস্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।
এম এ রশিদ ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অথনীতিতে এম, এ, ডিগ্রী অর্জন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৮ নং সেক্টরে সক্রিয় ভূমিকা পালন করেন।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে ন্যাশনাল আওয়ামী পাটি ন্যাপ (ভাসানী) থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেন। কর্মজীবনে তিনি নিজের হাতে গড়া কেরালখালী পাড়িয়ারঘোম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা শেষে ২০০৩ সালে অবসর গ্রহন করেন।
কমরেড আব্দুর রশীদ মানুষের বিভিন্ন কল্যাণ মূলক কর্মকান্ডে তার জীবনকে উৎসর্গ করে শেষে ২০১৭ সালে ৮ই ডিসেম্বর এই মহান কমরেডের জীবনের অবসান ঘটে এবং তার তার বণাঢ্য একটি জীবনের সমাপ্তি ঘটে।
এই মহত মানুষটির কর্ম ও মহান জীবনের উপর সেই থেকে প্রতি বছর মৃত্য বার্ষিকী পালন সহ আলোচনা সভা করে আসছে নারী নক্ষত্র নক্ষত্র সোসাইটি। যশোরের এই জন কল্যাণ মূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় কন্দর্পপুর গণ কেন্দ্র পাঠাগারটি বিগত দিনের ন্যায় ৮ডিসেম্বর ২০২৫ তারিখে কমরেড আব্দুর রশীদ-এর ৮ম মৃত্যু বাষিকী, নারী নক্ষত্র সোসাইটি যশোর এর পক্ষ তার জীবনীর উপর আলোচনার মধ্য দিয়ে দিনটি শ্রদ্ধার সাথে পালন করবে। একই সাথে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাবে।