সোহেল রানাঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজরিত যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপুর উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় কপোতাক্ষ নদে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার উপস্থিত থেকে বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা রিপোর্টাস ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জান বাবু, উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন, সদস্য মেহেদী হাসান, কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, সালাউদ্দিন নয়ন, দিক দর্শন টিভির নাজমুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :