যশোর যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ /
যশোর যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান হাফিজ, বাঁকড়া প্রতিনিধি : যশোর যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে তিনি বলেন,সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করতে হবে। তিনি যশোর জেলা যুবদল কর্তৃক আয়োজিত যশোর টাউন হল ময়দানে এক যুব সমাবেশে এ কথা বলেন।

তিনি আরো বলেন বিএনপিকে নির্বাচিত করার আর কোন বিকল্প নাই। আগামী নির্বাচনে যুবক রায় বেশি ভূমিকা রাখতে পারে। প্রত্যেক ইউনিয়নে একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে।যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারূল হক রানার পরিচালনায় অন্যদের ভিতরে বক্তব্য রাখেন যশোর নগর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আমিনুর রহমান মধু, যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন বাবুল, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনাযেল হোসেন লিটন, এছাড়া জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বিভিন্ন জেলাও উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ বাদ্যযন্ত্রসহ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।