

সারসা বার্তা: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শার্শায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালনা করেছে বিজিবি, পুলিশ এবং প্রশাসন।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে। এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম। বিজিবি টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের টিম
অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ দিনব্যাপী এই বিশেষ টহল দলটি শার্শা উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন ও ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলো প্রদক্ষিণ করে। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী বেনাপোল পৌরসভার প্রধান সড়কগুলোতে টহল পরিচালনা করে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই যৌথ অভিযান।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এই সরব উপস্থিতিতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিজিবি ও পুলিশের এই নিয়মিত টহল নির্বাচনী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো জানান নির্বাচনের দিন পর্যন্ত শার্শায় এই ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :