জনপ্রিয় নায়িকা মৌসুমী নিজেকে আড়াল করে রাখছেন। ইনস্টাগ্রাম স্ট্যাটাসে তেমনটাই জানালেন এ অভিনেত্রী।
জায়েদ খানের কারণে মৌসুমী-সানীর সংসার ভাঙছে- ওমর সানীর এমন অভিযোগের পর থেকে একটু বেশি আড়ালে চলে গেছেন তিনি। মাঝে মাঝে ইনস্টাতে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে মনের কথা বলার চেষ্টা করছেন।
ইনস্টাতে মৌসুমী লিখেছেন, লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়… সামনে যেটা থাকে সেটা শরীর, আমি এখন শামুকের মতো হয় গেছি, আড়াল করে নিজকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।
আপনার মতামত লিখুন :