নিকিতা কিন্তু মোটেও হাল ছাড়েননি


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৯, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ /
নিকিতা কিন্তু মোটেও হাল ছাড়েননি

 নিকিতা দত্ত

নিকিতা দত্ত

এ প্রসঙ্গে এই বলিউড রূপসী আরও বলেন, ‘আসলে তখন আমি কোনো দিশা পাচ্ছিলাম না। এক অদ্ভুত অবসাদ আমাকে ঘিরে ধরেছিল। ওই কঠিন সময়েই আমি অন্তর থেকে যেন এক ডাক পাই। কেউ যেন আমাকে বলে, এখন আফসোস করার সময় নয়, জীবনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয়েছিল, আমাকে আরও একবার চেষ্টা করতে হবে। আবার তাই সব শক্তি সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়ি।’ নিকিতা আরও বলেন, ‘এবার আমার পরিশ্রমের সঙ্গে আমার ভাগ্যও সঙ্গে ছিল। ধীরে ধীরে আমি কাজ পেতে শুরু করি। ছোট পর্দায় তো প্রচুর জনপ্রিয়তা পেয়েছি। এমনকি ছায়াছবিতে সবাই আমার কাজ পছন্দ করছে।’

 নিকিতা দত্ত

নিকিতা দত্ত

বড় পর্দা দিয়েই নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন নিকিতা। তবে আজ তাঁর যে পরিচিতি, তার কারণ ছোট পর্দা। টেলিভিশন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ নিকিতা দত্ত। আর এখন চলচ্চিত্রজগতেও ধীরে ধীরে পরিচিতি পাচ্ছেন এই নায়িকা। বিশেষ করে ‘কবির সিং’ আর ‘গোল্ড’-এর মতো ছবিতে সবার নজর কেড়েছেন নিকিতা।

 নিকিতা দত্ত

নিকিতা দত্ত

নিকিতাকে আগামী দিনে ‘রকেট গ্যাং’ ছবিতে দেখা যাবে। এই মিউজিক্যাল ছবিতে তাঁর বিপরীতে আছেন আদিত্য শীল।