শার্শার লক্ষণপুরে প্রবীণ আ.লীগ নেতা সালাউদ্দীনের ইন্তেকাল


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ /
শার্শার লক্ষণপুরে প্রবীণ আ.লীগ নেতা সালাউদ্দীনের ইন্তেকাল
সোহেল রানাঃ যশোরের শার্শার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সৈয়দ সালাউদ্দীন আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত- ডাক্তার সৈয়দ সাদেক আলীর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।নিহতের পরিবার সূত্রে জানায়, দুরারোগ্য লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুই মাস যাবত চিকিৎসাধীন শেষে নিজ বাড়িতে সোমবার  দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের মৃত্যুর সংবাদ শুনে তার আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে মরহুমের নীজ বাড়িতে ছুটে আসেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এশাবাদ লক্ষণপুর বাজার ঈদগাও ময়দানে জানাজা নামাাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।