প্রকাশ্য দিবালোকে যশোর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
Sarsa Barta
প্রকাশের সময় : জুলাই ১২, ২০২২, ১০:২৬ অপরাহ্ণ /
০
আঃজলিলঃ
যশোরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হলেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি (৫২)। আজ মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টার দিকে যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় নিজ বাসা বাড়ির সামনে একটি চায়ের দোকানের মধ্যে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়।
যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, বেলা আনুমানিক ১২টার দিকে ধনি তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন।
ওইসময় স্থানীয় সন্ত্রাসী রায়হান, রহিম, আকাশসহ ৪/৫ জন হঠাৎ করেই তার উপরে আক্রমণ করে এবং ধারাল অস্ত্র দিয়ে ধনির কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে।
আহত ধনিকে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ কবীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে, যুবদলের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের খবরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যান। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছেন।
আপনার মতামত লিখুন :