প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিলেটসহ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার (১৩ জুলাই) গণভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সাহায্যার্থে ১০ কোটি টাকার এ চেক হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেনাবাহিনীর সব সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।
আপনার মতামত লিখুন :