সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় আকাশী-নীল জার্সিধারীদের। অন্য সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।
৩১ জুলাই শিরোপার লক্ষ্যে এস্তাদিও অলফনসো লোপেজ স্টেডিয়ামে শিরোপার জন্য লড়াই করবে কলম্বিয়া ও ব্রাজিল। কলম্বিয়া নিজেদের প্রথম শিরোপার জন্য লড়াই করবে। আর ব্রাজিল নারীদের কোপা আমেরিকার সবচেয়ে সফল দল। এখন পর্যন্ত ৭ বার শিরোপা জিতেছে দলটি।
আপনার মতামত লিখুন :