বিএনপির একটা নেতাকর্মীর গায়ে আঘাত করলে পাল্টা শুরু হয়ে যাবে : এ্যানি


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ /
বিএনপির একটা নেতাকর্মীর গায়ে আঘাত করলে পাল্টা শুরু হয়ে যাবে : এ্যানি

সরকারের কঠোর সমালোচনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দ্যেশ্য করে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‌‘সাবধান হয়ে যান, বিএনপি’র একটা নেতা-কর্মীর গায়ে আঘাত করলে পাল্টা আঘাত শুরু হয়ে যাবে।’

শনিবার বিকালে লক্ষ্মীপুর শহরের বশির ভিলা প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।

সমাবেশ শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।