খুলনা প্রেসক্লাবে আবু তৈয়ব‌কে নিষিদ্ধ ও শাহ আলমের সদস্য পদ স্থগিত


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৪, ৮:০৬ পূর্বাহ্ণ /
খুলনা প্রেসক্লাবে আবু তৈয়ব‌কে নিষিদ্ধ ও শাহ আলমের সদস্য পদ স্থগিত

মুহাম্মদ আবু তৈয়বের স্থায়ী সদস্যপদ বাতিল করে তাকে খুলনা প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার এবং প্রেসক্লাবে প্রবেশও আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে প্রেসক্লাবের বিরুদ্ধে গঠিত পাল্টা কমিটির সদস্য সচিব মো. শাহ আলমের সদস্য পদ স্থগিত করা হয়। এছাড়া ঘোষিত কমিটির সদস্য কাজী মোতাহার রহমান বাবু, মো. আনিস উদ্দিন, মো. আলমগীর হান্নান, সোহবার হোসেন ও শেখ লিয়াকত হোসেনের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবের নবগঠিত অর্ন্তবর্তীকালীন কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় ক্লাবের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত সদস্যদেরকে শুভেচ্ছা জানান। তারা মান-মর্যাদা অক্ষুণ্ন রেখে খুলনা প্রেসক্লাবকে একটি প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহায়তা কামনা করেন। সভায় ক্লাব পরিচলনার জন্য বিভিন্ন উপপরিষদ গঠন ও ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যানের ম্যধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।