যশোরে বিপিএমপিএ’র উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ /
যশোরে বিপিএমপিএ’র উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

শ্বাসযন্ত্রের সংক্রমণের রোগীদের জন্য অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার’ সম্পর্কে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) যশোর শাখার উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াবুক আলী মোল্লা।

প্রধান অতিথি ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডাক্তার এম এ রশীদ। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রফেসর অধ্যাপক ডাক্তার ফয়জুল ইসলাম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আবু সুফিয়ান শান্তি। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার সৈকত হায়দার। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকৎসকরা উপস্থিত ছিলেন।