যশোর বোর্ডের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ৭টিতে উর্তীর্ণ হতে পারেনি কেও


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ণ /
যশোর বোর্ডের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ৭টিতে উর্তীর্ণ হতে পারেনি কেও

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী এইচএসসি পাস করেছে। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৪৭ জন পরীক্ষার্থী, যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মহিলা কলেজ ২ জন পরীক্ষার্থী, একই উপজেলার এসএম হাবিবুর রহমান পৌর কলেজ ১২৭ জন পরীক্ষার্থী, নড়াইলের গোবরা মহিলা কলেজ ১ জন পরীক্ষার্থী, যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর এমকেবি মহিলা কলেজ ৩ জন পরীক্ষার্থী, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল ৯ জন পরীক্ষার্থী, খুলনার কয়রা উপজেলার হাদ্দা পাবলিক কলেজ ২ জন পরীক্ষার্থী, সোনাডাঙ্গা থানার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল ৬১ জন পরীক্ষার্থী, সাতক্ষীরা কমার্স কলেজ ৩ জন পরীক্ষার্থী, সাতক্ষীরারগোবরদাড়ি জর্দিয়া স্কুল অ্যান্ড কলেজ ১ জন পরীক্ষার্থী, যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ ৩২ জন পরীক্ষার্থী, খুলনার খালিশপুর থানারনেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ৫৯ জন পরীক্ষার্থী এবং কুষ্টিয়ার সুনুপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ১৪ জন পরীক্ষার্থী উর্তীর্ণ হয়েছে।

এছাড়া যশোর শিক্ষাবোর্ডের অধীন এইচএসসিতে যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি সেগুলো হলো মেহেরপুরের গাংনী উপজেলার মরকা জাগরণ কলেজ , খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল মহিলা কলেজ, খুলনার তেরোখাদা উপজেলার শাপলা কলেজ, সাতক্ষীরার আখরাখোলা আইডিয়াল কলেজ, মাগুরার মহম্মদপুর উপজেলারগোপীনাথপুর এমএ খালেক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের মণিরামপুর উপজেলার নেঙ্গুরহাট স্কুল অ্যান্ড কলেজ এবং ঝিনাইদহের নাজিরউদ্দিন ইসলামিয়া কলেজ। এই সাতটি কলেজের একজনও উর্তীর্ণ হতে পারেনি।