চৌগাছায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা


Shohel Rana প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ /
চৌগাছায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের চৌগাছায় আনিছুর রহমান নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিছুর রহমান। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিল বলে দাবি করেন স্বজনরা।

যশোরের চৌগাছা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মুন্নু জানান, নিহত আনিসুর রহমান ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।