যশোরে পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানিয়েছে, গত সোমবার রাতে মণিরামপুর উপজেলার জয়নগর গ্রামের লিটন হোসেনের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার করা হয়।
লিটন জয়পুর গ্রামের মকবুল হোসেন মকোর ছেলে। পরে মাছ বাজার এলাকার ভাড়াকৃত দোকান থেকে ২০ বোতল রেক্টিফাইট স্পিরিটসহ আলমগীর হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আলমগীর মাহদেবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এই ঘটনায় মণিরামপুর থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।
রাত ৯টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছি গ্রামের নাজিম উদ্দিন ছিন্টুর বাড়ি থেকে সাড়ে ৩শ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ জামির আলী (৪২) নামে এক যুবককে আটক করা হয়। জামির ঝিকরগাছার বারবাকপুর শেখ পাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী ছিন্টুর স্ত্রী জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যান।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খ সার্কেলের সদস্যরা সোমবার রাতে সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে অভিযান চালিয়ে জিয়াউর রহমানের (৩৮) ঘর থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। আটক জিয়া ওই গ্রামের শফিউর রহমানের ছেলে।
এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট যশোর শহরের চাঁচড়া ও শংকরপুর জমাদ্দারপাড়ায় পরিচালিত হয়। এ সময় ৪ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
অন্যদিকে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সোমবার রাতে মুড়লী একটি সুপার মার্কেটের সামনে থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তোফিদুল রামনগর খাঁ’পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।
আপনার মতামত লিখুন :