সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের ভাগিনা গণপিটুনিতে নিহত খুলনায়


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ৯:১৫ পূর্বাহ্ণ /
সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের ভাগিনা গণপিটুনিতে নিহত খুলনায়

খুলনা নগরের দৌলতপুরে গণপিটুনিতে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগিনা শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে আঞ্জুমান মসজিদ সড়কে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিফুজ্জামান শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে এবং তাঁর মা মন্নুজান সুফিয়ানের বোন নার্গিস বেগম। দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে যৌথ বাহিনীর সদস্যরা আরিফুজ্জামানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিগত সরকারের সময় তাঁর কিছু কর্মকাণ্ডের জন্য স্থানীয়দের মাঝে ক্ষোভ জমেছিল। এ কারণেই গণপিটুনির ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে, বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাদকবিরোধী অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আরিফুজ্জামান। এ সময় স্থানীয়রা তাঁকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথ বাহিনী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

আরিফুজ্জামানের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে। ২০২২ সালের আগস্টে ইয়াবাসহ এবং ২০১৪ সালে ৩৯৫টি ইয়াবাসহ দুবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।