সাবা ডেস্কঃ দীর্ঘ প্রায় ষোল বছর পর প্রেস ক্লাব শার্শার কার্যকরী কমিটি গঠনের নিমিত্তে শার্শা ডিজিটাল কমপ্লেক্স অডিটোরিয়ামে বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়া এবং টিভি সাংবাদিকদের এক প্রস্তুতি আলোচনা সভা ১৯ অক্টোবর তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সাংবাদিক আহম্মদ আলী শাহীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রেস ক্লাব শার্শার(শার্শা প্রেস ক্লাব)দীর্ঘ প্রায় ষোল বছর যাবত কোন নির্বাহী কমিটি না থাকার কারণে প্রেস ক্লাব শার্শার ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সে বিষয়ে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান অবদি আদ্যপান্ত ইতিহাস পর্যালোচনা করা হয়।
বর্তমানে প্রেস ক্লাব শার্শার ভবনটির এহেন করুণ অবস্থার জন্য পতিত ফ্যাসিষ্ট সরকারের পদলেহী দালাল সাংবাদিকদেরকে দায়ী করা হয়। আলোচনা সভায় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ বিস্তারিত আলোচনা শেষে শার্শা প্রেস ক্লাবকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সাংবাদিক মনিরুল ইসলামের প্রস্তাবে এবং আব্দুল মান্নানের সমর্থনে নিম্ন বর্ণিত একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির বিবরণ-
১) মোঃ আনোয়ারুল কবীর, আহবায়ক।
২) সালাম গফফার ছন্দ, সচিব।
৩) মোঃ আব্দুল মতিন, সদস্য।
৪) মোঃ মামুন অর রশিদ, সদস্য।
৫) মোঃ ইসমাইল হোসেন, সদস্য।
৬) মোঃ সেলিম আহমেদ, সদস্য।
৭) মোঃ জুলফিকার আলী জুলু, সদস্য।
৮) মোঃ হিরোন আহমেদ, সদস্য।
৯) মোঃ তরিকুল ইসলাম, সদস্য।
আপনার মতামত লিখুন :