পুরুষ দিবসের প্রচলন যেভাবে


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৭:০০ পূর্বাহ্ণ /
পুরুষ দিবসের প্রচলন যেভাবে
আন্তর্জাতিক পুরুষ দিবসছবি: সৌরভ দাশ

দুনিয়ায় বিচিত্র দিবসের অভাব নেই। সেসব নিয়ে অনেক রকম আয়োজনও হয়। অথচ পুরুষদের নিয়ে যে দিবস আছে, এটাই বা কতজন জানতেন! আয়োজন তো বহু দূরের কথা। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই জেনেছেন, আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে বিশ্বব্যাপী। একজন পুরুষ তাঁর পরিবার, সমাজ ও পৃথিবীতে যে ইতিবাচক প্রভাব ফেলেন, আজ তা–ই উদ্‌যাপন করার দিন। ইতিবাচক আদর্শ ব্যক্তিদের তুলে ধরা এবং পুরুষদের সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়াতেই এ বছর পুরুষ দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ইতিবাচক পুরুষেরাই আদর্শ’।

এ মাসে পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে বেশ কিছু আয়োজন থাকেছবি: নকশা

নভেম্বরেই কেন

ইন্টারন্যাশনাল মেনস ডে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ মাসে পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সচেতনতা নিয়ে বেশ কিছু আয়োজন থাকে। এর মধ্যে ‘মুভেম্বর’ অন্যতম। ‘মুভেম্বর’ এসেছে মুশটাস (গোঁফ) ও নভেম্বরের সমন্বয়ে। এই আয়োজনে নভেম্বরে মাসে বিশ্বজুড়ে পুরুষেরা গোঁফ রাখেন এবং নারীরা তাঁদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। মূলত পুরুষদের স্বাস্থ্যসচেতনতা এবং তহবিল সংগ্রহ করাই এমন উদ্‌যাপনের প্রধান উদ্দেশ্য। পুরুষের স্বাস্থ্যসচেতনতা বলতে বিশেষত প্রোস্টেট ক্যানসার, টেস্টিকিউলার বা শুক্রাশয়ের ক্যানসার, মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যার মতো বিষয়গুলোই প্রাধান্য পায়। তবে সবাইকে যে এ মাসে গোঁফ রেখে ‘মুভেম্বর’ পালন করতে হবে, তা নয়; অনেকে নভেম্বর মাসজুড়ে দাড়ি-গোঁফ না কেটেও উদ্‌যাপন করেন।

ইতিহাস কী বলে

আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা ১৯৯৯ সালের ১৯ নভেম্বর। উদ্যোগ নিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং। তবে ১৯৬০ সাল থেকেই পুরুষদের জন্য একটা দিবস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ১৯৬৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস বানাতে একটা দল গোপনে কাজ করে যাচ্ছিল। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

নভেম্বরে মাসে বিশ্বজুড়ে পুরুষেরা গোঁফ রাখেনছবি: নকশা

যা যা করতে পারেন

এটা সত্যি যে পুরুষদের নিয়ে ঘটা করে দিবস পালনের তেমন একটা চল নেই। তবে আপনি উদ্যোগ নিলে শুরুটা হতেই পারে। প্রথমেই কাছের পুরুষটিকে জানান শুভেচ্ছা। সেটা হতে পারে বাবা, ভাই, ছেলে, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক। ছোট করে বলতে পারেন আপনার জীবনে তাঁদের গুরুত্বের কথাও। সম্ভব হলে কাটতে পারেন কেক বা পাঠাতে পারেন পছন্দের কোনো উপহার। প্রিয় মানুষটির পছন্দের কোনো খাবার রান্না করেও বিশেষ দিনটি উদ্‌যাপন করতে পারেন।

মনে রাখবেন, ছোট্ট কোনো শুভেচ্ছা বার্তা বা উদ্যোগ, আপনার কাছের পুরুষের দিনটিকে রঙিন করে তুলতে পারে।

সূত্র: ইন্টারন্যাশনাল মেনস ডে ডটকম